সুফিদর্শন মানুষকে আলোর পথ দেখাতে পারে। ঘৃণা, হিংসা-বিদ্বেষের ঊর্ধ্বে উঠে প্রেমের মাধ্যমে মানুষকে মহৎ করে তোলে। তাই পাঠ্যপুস্তকে সুফিবাদকে অন্তর্ভুক্ত করতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন। তিনি কাজী নজরুল ইসলাম ও মাওলানা জালালউদ্দিন রুমি এবং ইসলামের মূল শিক্ষার ওপর ভিত্তি করে মানবতা, আধ্যাতিকতা ও বিশ্বজনীন প্রেমের গভীর বার্তা তুলে ধরেন।
তিনি বলেন, নজরুল হিংসা, বিদ্বেষ, নিন্দাকে ঘৃণা করতেন। ইসলাম তরবারি দিয়ে নয়, বরং প্রেম ও উদারতার মাধ্যমে দুনিয়াতে ছড়িয়েছে। রাসূলুল্লাহ (সা.)-এর উদারতা, প্রেম, মহত্ত্ব এবং সবাইকে বুকে টেনে নেওয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। সুফিবাদ মানুষের ভেতরের ঐশ্বরিক সত্তা, বিশ্বজনীন প্রেম, সহানুভূতি এবং সব প্রকার ধর্মান্ধতা ও বিদ্বেষ পরিহার করে এক মানবতাবাদী সমাজ গড়ার আহ্বান জানায়।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোজাফ্ফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা নবাব এস্টেট লিমিটেডের চেয়ারম্যান নবাব খাজা আলী হাসান আসকারী, বুলবুল ললিত কলা একাডেমির সম্পাদক মো. ফজলুর রহমান প্রমুখ।