প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ঢাকা: আমরা আশা করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। একদিন না একদিন তিনি ফিরে আসবেন এবং এ ট্রায়ালের সম্মুখীন হবেন বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ বিষয়ে আমাদের ফরেন উপদেষ্টা বলেছেন আমাদের সব চেষ্টাগুলোর অন্যতম হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেটার ন্যায় বিচার পান। আমরা সেটা চাই। এ বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি বলেন, আপনারা দেখেছন আল-জাজিরার প্রতিবেদনে এসেছে এবং বিবিসি যে প্রতিবেদন করেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওনার রোলটা কি ছিলো। তিনি অর্ডার করছেন কীভাবে লেথাল ইউপেন ব্যবহার করতে। এ প্রটেস্টারদের খুন করার জন্য। এ বিষয়গুলো এখন সারা বিশ্ব জানে উনি কি করেছেন।
তিনি বলেন, আমরা মনে করি এসব বিষয় যত সামনে আসবে তার ওপর তত বেশি প্রেসার তৈরি হবে। যাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন তিনি ফিরে আসবেন এবং এ ট্রায়ালের সম্মুখীন হবেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার প্রবেশ উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। ১ নম্বর গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ ছিল। দর্শনার্থী প্রবেশও বন্ধ ছিল।
এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এটি ছিল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।
জিসিজি/জেএইচ
আরও পড়ুন