Advertisement

মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

রংপুর নগরীর মুলাটোল পাকার মাথায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে মব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আকিফুল ইসলাম টুটুল জানান, ২০১৯ সালে পাকার মাথার ডা. গিয়াস উদ্দিনের স্ত্রী জমির মালিক আয়শা আক্তারের কাছে ১২ শতক জমি রেজিস্ট্রি মূলে কিনে নেন। এরপর তার বড় স্ত্রী সায়েরা বানু’র মৃত্যুর পর একমাত্র মেয়ে রওশন পারভীন সানাউল্লা ১২ শতক জমির মালিক হন। পরবর্তীতে রওশন বিদেশে চলে গেলে তার খালাতো বোন গুলশান নাসরীন পাওয়ার অব অ্যাটর্নিমূলে ১২ শতক জমি আকিফুল ইসলাম টুটুলের স্ত্রী শায়লা পারভীনের কাছে বিক্রি করে দেন। আকিফুল ও তার স্ত্রী নিজেদের নামে জমির খাজনা-খারিজ করেন। এরপর থেকে পূর্বের মালিকের কেয়ারটেকার বদরগঞ্জের নাটারাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে মশিউর রহমান ওই জমির ভুয়া দলিল তৈরি করে দখল চেষ্টাসহ পাকার মাথার স্থানীয় কয়েকজনের কাছে জমিটি বিক্রি করে দেন। এ ঘটনায় আকিফুল ইসলাম মামলা করলে আদালতের নির্দেশে ফরেনসিক এক্সপার্ট দলিল, রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করলে মশিউরের জালিয়াতি প্রমাণিত হয়। এ ঘটনায় আদালত মশিউরসহ তার সহযোগীদের কারাদণ্ড দেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে মশিউর ভুয়া দলিলের তথ্য গোপন করে আদালতে একরতফা রায় নেন এবং গত ২রা আগস্ট সন্ত্রাসীদের নিয়ে আকিফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অর্ধকোটি টাকার মালামাল লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মামলা হলে গত ৪ঠা আগস্ট রংপুরের যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক হাফিজুল ইসলাম পূর্বের দেয়া একতরফা রায়ের আদেশ স্থগিত করেন। পরবর্তীতে থানা পুলিশ আদালতের নির্দেশে জমির প্রকৃত মালিক আকিফুলের কাছে জমির দখল বুঝিয়ে দেন।
ভুক্তভোগী টুটুল বলেন, জমির পূর্বের মালিকের কেয়ারটেকার মশিউরের জাল দলিল প্রমাণিত হওয়ায় তিনি জেলেও খেটেছেন। মশিউর তার সন্ত্রাসীদের নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অর্ধকোটি টাকার মালামাল লুটপাট চালিয়েছে। আমি সেনাবাহিনীর কাছে আশ্রয় চাইলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অবস্থান নেয়। পরবর্তীতে আমার কাগজপত্র যাচাই করে জমি আমাকে বুঝিয়ে দেয়। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল উদ্ধার চাই। সেই সঙ্গে বিভিন্নভাবে মশিউর ও তার সন্ত্রাসী বাহিনীরা ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে অভিযুক্ত মশিউর বলেন, আমার জমি জোর করে টুটুল দখল করেছে। যা আমি সংবাদ সম্মেলন করে জানিয়েছি। আমি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাই।

আরও পড়ুন

Lading . . .