Advertisement

নবীগঞ্জে বিএনপি’র পৃথক সভা, বিক্ষোভ

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

নবীগঞ্জে উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটি পৌর এলাকার সালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে নতুন বাজার মোড়ে দলের পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন। হাজারী কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সহ-সভাপতি ছালিক মিয়া, অধ্যাপক নুরুল আমিন, শাহাবুদ্দিন শান্তি, শাহ দারা আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহেদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশাহিদ আলম মুরাদ প্রমুখ। জিকে গউছ বলেন, দেশ আজ মহা সংকটে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বিগত স্বৈরচারী ফ্যাসিস্ট আমলে সীমাহীন অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। এখন বিভক্তির সময় নয়। দলগত ঐক্যের বিকল্প নেই।
সম্প্রতি উপজেলা বিএনপি’র কাউন্সিল ও নবগঠিত কমিটি নিয়ে তিনি বলেন, নির্বাচিতরা ১০১ সদস্য কমিটি করতে গিয়ে অনেক ত্যাগী নেতাকর্মীকে স্থান দিতে পারেনি। সময় ও সুযোগে তাদের মূল্যায়ন করা হবে। ভুল বুঝাবুঝি থাকবে। এসব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সর্বাবস্থায় দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। আসন্ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সকলকে কাজ করতে হবে। রাজপথে আন্দোলন সংগ্রামে মাঠের কর্মীকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। দলে ভিন্ন মত থাকতেই পারে। কাউন্সিলে নির্বাচিতরা দলের পরীক্ষিত হিসেবেই নির্বাচিত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলাকারীরা ইতিহাস থেকে মুছে যাবে।
ওদিকে, উপজেলা বিএনপি’র গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে দলের বিভিন্ন ইউনিয়ন কমিটির নির্বাচিত সভাপতি/সম্পাদক, বর্তামান ও সাবেক অনেক ইউপি চেয়ারম্যানসহ অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে স্থান না দেয়ার প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুর্শেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল গণি চৌধুরী সোহেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা মামুন, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন শমসের প্রমুখ। এ ছাড়াও জিকে গউছকে স্বাগত জানিয়ে পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

Lading . . .