হিলিতে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

দিনাজপুরের গরীব ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরির আয়োজনে রোববার সকালে ক্লাব প্রাঙ্গনে এর উদ্বোধন করেন, উপজেলার বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এ সময় পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পাবলিক ক্লাব ও লাইব্রেরির সভাপতি মুরাদ ইমাম কবির, সাধারণ সম্পাদক আরমান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের একটি মেডিক্যাল টিম, বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছেন। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই চক্ষু কাম্প।
এ সময় চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে তাদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করে তাদের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়ে এবং অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চোখের সেবা নিতে পেরে খুশি রোগীরা।
আরও পড়ুন