Advertisement

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

নয়াদিগন্ত

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা |সংগৃহীত
মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা |সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টিভির সাংবাদিক কামরুল ইসলামের (৪৯) ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ভবেরচর স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

সাংবাদিক কামরুল ইসলাম সাংবাদিক জসিম উদ্দিনের ছোট ভাই ও মৃত চুনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কামরুল ইসলাম জানান, তিনি ভবেরচর বাসস্ট্যান্ডে পৌঁছার পর সিএনজি থেকে নামার সাথে সাথে ১০-১২ জন সন্ত্রাসী তাকে টেনে-হিঁচড়ে এলোপাতাড়ি মারধর করে। লোহার রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে তার শরীর ও পায়ে বেধড়ক আঘাত করা হয়, এতে তার হাড় ভেঙে গুরুতর জখম হয়।

কামরুল ইসলাম অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থ যোগান ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি হারুন শিকদারের নেতৃত্বাধীন পেটুয়া বাহিনী এ হামলা চালায়। শাওন (২৫), আরমান (২৫), আলী (২৪)-সহ স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা সরাসরি এতে অংশ নেয়। এর আগেও একই গ্রুপ তিনি ও তার বড় ভাই সাংবাদিক জসিমের ওপর হামলা চালায়, যার মামলা বর্তমানে চলমান।

তিনি আরো জানান, হামলার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে- ‘হারুন শিকদারের বিরুদ্ধে কেন ফেসবুকে পোস্ট দিস? আবার পোস্ট দিলে লাশ গুম করে ফেলবো।’ এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে রেফার্ড করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

Lading . . .