Advertisement

মিজানুর রহমানের তাফসির অনুষ্ঠানে সোনার গয়না চুরির অভিযোগে ৮ নারী আটক

প্রথম আলো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা মিজানুর রহমানের তাফসির অনুষ্ঠানে নারীদের প্যান্ডেল থেকে সোনার গয়না চুরির অভিযোগে আট নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

গতকাল রাতে সদর থানায় সোনার গয়না চুরির অভিযোগে ৩২টি ও মুঠোফোন চুরির অভিযোগে ১৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দীন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের মধ্যে হবিগঞ্জের পাঁচজন, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সাভারের একজন করে। তাঁরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য ও বেদে সম্প্রদায়ের। বোরকা পরে মাহফিলে নারীদের প্যান্ডেলে ঢুকে স্বর্ণালংকার চুরি করার সময় নারীদের হাতে ধরা পড়েন। পরে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। তাঁদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Lading . . .