Advertisement

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কয়রার জি এম ইমদাদুল হক

নয়াদিগন্ত

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কয়রার জি এম ইমদাদুল হক
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কয়রার জি এম ইমদাদুল হক

পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা,ওয়ারেন্ট তামিলকারক, মাদক নির্মূল ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কয়রা থানার এসআই তারেক মাহমুদ, এসআই বিজন, এসআই প্রণয় মন্ডল, এসআই তনয় কুমার পাল, এএসআই আব্বাস উদ্দিন, এএসআই আবু জাহিদ, এএসআই ফজলুল হক এবং এএসআই ফরিদুল ইসলাম সহ মোট আটজন অফিসারকে নগদ অর্থ পুরস্কারে করেন।

জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, ‘এই সম্মান আমার নয়, কয়রা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় জনগণের পাশে আছি।’

আরও পড়ুন

Lading . . .