প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ‘জামায়াতে ইসলামী এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামীকে ধ্বংস করার জন্য এমন কোনো পরিকল্পনা নাই, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করে নাই। কিন্তু আল্লাহর মেহেরবানীতে জামায়াতে ইসলামীকে ধ্বংস করা সম্ভব হয় নাই।’
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের প্রথম জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলীসহ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই বীর সন্তানদেরকে হত্যা করে জামায়াতে ইসলামীকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা করেছিল তার উল্টো হয়েছে, বর্তমানে আল্লাহর মেহেরবানীতে জামায়াত বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় বড় রাজনৈতিক দল।’
এই দেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যেভাবে গ্রহণ করেছে, জনগণ আশা করছে, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসবে।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘জামায়াতে ইসলামী প্রস্তুতি নিয়েছে আর আল্লাহর মেহেরবানী যদি থাকে এবং এদেশের জনগণ জামায়াতে ইসলামীকে যদি ভোট দেয়, তাহলে একটি ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে জামায়াতে ইসলামী।’
তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে ইতিমধ্যে জামায়াতে ইসলামী প্রমাণ করেছে এটা জনগণের দল, আমরা সকলেই জানি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আলী আহসান মুজাহিদ জোট সরকারে থাকা অবস্থায় একাধারে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। আজ পর্যন্ত তাদের দুই টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যায় নাই। এর দ্বারা প্রমাণিত হয়, এই মুহূর্তে ইনসাফপূর্ণ সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে একমাত্র জামায়াতে ইসলামীই সক্ষম।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে এমন একটি রাষ্ট্র গঠন করবে, আগামীতে কোনো দুর্নীতিপরায়ণ ব্যক্তির রাষ্ট ক্ষমতায় জায়গা হবে না। জনগণই তাদের প্রত্যাখান করবে।’
এ সময় ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কর্ম পরিষদ সদস্য ও ঢাকা ১৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো: লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আফজাল হোসাইন।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।
এসময় ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসেন, শিক্ষা বিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ তৌহিদ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি হারুন অর রশিদ, আশুলিয়া থানা জামায়াতের আমির বশির আহমেদ, থানা সেক্রেটারি আবুল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।