দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে এটিবি জবস
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে আন্তর্জাতিক মানের চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ আগস্ট রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এই বৈশ্বিক চাকরি মেলার আয়োজন করেছে এটিবি জবস।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আয়োজকরা। স্বল্প খরচে জাপানে দক্ষ জনশক্তি রফতানিতে ভূমিকা রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে এই অনলাইন জব সার্চিং প্লাটফর্ম।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ চাকরিপ্রার্থীদের জন্য জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করা এবং দেশীয় ও বৈশ্বিক চাকরির সুযোগ সৃষ্টি করা। যার মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব হ্রাসে কার্যকর অবদান রাখার পাশাপাশি জাপানসহ বিভিন্ন দেশে সরাসরি কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হবে।
তারা আরো বলেন, মেলায় অংশগ্রহণকারী প্রায় ৪০টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান সরাসরি চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ প্রদান করবে। একইসাথে জাপান সরকারের ‘স্পেসিফায়্ড স্কিল্ড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) প্রকল্পের আওতাভুক্ত বেশ কিছু কোম্পানিও এতে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এটিবি জবসের সিওও রেই তাকাহাশি বলেন, আমরা বিশ্বাস করি- এই মেলার মাধ্যমে বাংলাদেশের তরুণরা জাপানি ও বহুজাতিক কোম্পানিগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে, এমনকি বৈদেশিক মুদ্রা অর্জন ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লে: জেনারেল (অব.) আবুল হোসন, ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসাইন মইনুল, সেফিস ওয়েলের পরিচালক এবং কাওয়াইয়ের সিএফও মো: সফিউদ্দিন, রিসভা বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ হেমায়েত হোসেন, কাওয়াইয়ের সিইও জামান এফসহ সংশ্লিষ্টরা।