Advertisement

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

প্রথম আলো

প্রকাশ: ৫ জুন, ২০২৪

24obnd

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনের ওপরের অংশ ৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত হেলে পড়েছে। আজ বুধবার রাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করে ভবন হেলে পড়ার তথ্য পেয়েছে।

‘নবরত্ন’ নামের ভবনটির অবস্থান বাহির সিগন্যাল এলাকার বড়ুয়াপাড়ায়। ভবনটিতে ৯টি পরিবার বসবাস করে। ৯ জন মালিক ১২ বছর আগে পাঁচতলা ভবন নির্মাণ করেন।

ভবনটি কবে নাগাদ হেলে পড়েছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। আজ সন্ধ্যায় কয়েকজন সংবাদকর্মী সিডিএর কর্মকর্তাদের ফোন করে বিষয়টি জানান বলে জানা গেছে। এরপর সিডিএ পরিদর্শক দল সরেজমিনে যায়।

মালিকপক্ষের একজন প্রদীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, তাঁদের ভবন ঠিকই ছিল৷ কিন্তু পাশের একটি ভবন নির্মাণের সময় যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা নেয়নি। এ জন্য এক মাস আগে তাঁদের ভবনটি একটু হেলে পড়ে। তবে এতে কোনো সমস্যা নেই।

সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, হেলে পড়া ভবন কিংবা পাশের ভবনের মালিকপক্ষের কেউ তাঁদের বিষয়টি জানাননি। এক সংবাদকর্মী তাঁদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শক পাঠানো হয়। প্রাথমিকভাবে ভবনটি ৬ থেকে ১৮ ইঞ্চি হেলে পড়েছে বলে মনে হয়েছে। তবে ভবনের পিলার বা অন্য কোথাও ফাটল দেখা যায়নি। এখন দুই ভবনমালিককে বৃহস্পতিবার (আগামীকাল) অনুমোদিত নকশা নিয়ে আসতে বলা হয়েছে। আর হেলে পড়া ভবনমালিককে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞ দল দিয়ে ভবনটি পরীক্ষা করাতে হবে। প্রতিবেদনের জন্য ৭ থেকে ১০ দিন সময় দেওয়া হবে। এর মধ্যে পরীক্ষার প্রতিবেদন সিডিএকে জমা দিতে হবে। প্রতিবেদনে যদি ভবনটি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে অপসারণের জন্য সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।

Lading . . .