প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে পৃথক দুই ঘটনায় আশিকুল ইসলাম (৮) ও দেড় বছর বয়সী রাইফ চৌধুরী দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর ও সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আশিকুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে। আশিক স্থানীয় একটি নূরাণী মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। রাইফ উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী গ্রামের আলী মিয়া চৌধুরী বাড়ির আনোয়ার জাহেদের ছেলে।
আশিকুল ইসলামের মামা মো: সিরাজ বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী দুই ছেলের সাথে খেলতে বের হয়। খেলার সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে, পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশিক স্থানীয় একটি নূরাণী মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।’
রাইফ চৌধুরীর নানা সরওয়ার চৌধুরী বলেন, ‘সোমবার দুপুরে খেলার সময় ঘরের পাশে একটি পুকুরে পড়ে যায় আমার নাতি রাইফ চৌধুরী। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
একইদিন বিকেলে আশিকুল ইসলাম ও রাইফ চৌধুরীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
এই বিষয়ে জানতে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নাম্বারে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভভ হয়নি।
আরও পড়ুন