পূর্বধলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব ইমরান
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আলহাজ্ব আবু তাহের তালুকদার আহ্বায়ক ও শহীদুল্লাহ্ ইমরানকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৮০ জনকে সদস্য করা হয়েছে। ১৯ জন যুগ্ম আহ্বায়ক হলেন- হাবিবুর রহমান ফকির, আলহাজ্ব আহাম্মদ আলী সরকার, সায়েদ আল মামুন শহীদ, মো. সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আলহাজ্ব আঃ গণি, আনোয়ারুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হাবিবুর রহমান, মো. ইশতিয়াক আহমেদ বাবু, সালাহউদ্দিন আহমেদ নওয়াব, মোঃ আব্দুল গফুর, মোঃ আব্দুল মান্নান, আতিকুল রহমান রনক, মোঃ হাসনাত, মোঃ আজিম উদ্দিন আরশাদ, নাজমুল হক খান লিটন, শেখ মোঃ রাশিদ।
নবগঠিত কমিটির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, দায়িত্ব অনেক বড়, আমরা সবাই মিলে কাজ করব। দলের প্রতিটি স্তরে ঐক্য ফিরিয়ে আনা, সংগঠনকে চাঙ্গা করা এবং আগামী নির্বাচনের প্রস্তুতিই আমাদের অগ্রাধিকার। সদস্য সচিব শহিদুল্লাহ ইমরান বলেন, আমরা কর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে ঢেলে সাজাবো। নেতৃত্বের নয়, কাজের মধ্য দিয়ে বিএনপিকে শক্তিশালী করাই হবে আমাদের লক্ষ্য।
আরও পড়ুন