Advertisement

লন্ডনে তারেক রহমান-নাসের রহমান বৈঠক

মানবজমিন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম. নাসের রহমান। এ সময় রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলামও উপস্থিত ছিলেন। ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ-খবর, মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি’র সাফল্যের জন্য দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার বিএনপি বরাবরই জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। এম. সাইফুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নাসের রহমানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা প্রবল। তারেক রহমানের সঙ্গে এ বৈঠককে অনেকেই মৌলভীবাজারের রাজনীতিতে বিএনপি’র সাংগঠনিক পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন। বৈঠকের শেষ পর্যায়ে তারেক রহমান ও নাসের রহমান একসঙ্গে ফ্রেমবন্দি হন। উপস্থিত নেতাদের ভাষ্য, এই মুহূর্তে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে এ দৃশ্য কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা যোগাবে। তারা বিশ্বাস করেন ঐক্যবদ্ধ নেতৃত্বই আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জনআস্থার জায়গায় ফিরিয়ে আনবে। ছবিটি এখন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। নেতাকর্মীরা ছবিটির মন্তব্যে নানা প্রশংসা করছেন।

আরও পড়ুন

Lading . . .