মানবজমিন
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইমান উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে। মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদে তার গ্রামের বাড়ি ঘেরাও করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনা ক্যাম্প সূত্রে আরও জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন