ঈশ্বরগঞ্জে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার আমির মুহাম্মদ আব্দুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মঞ্জরুল হক হাসান।
সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ।
এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।