Advertisement

শিশুদের ঝগড়ার প্রতিশোধ নিল বড়রা, ছুরিকাঘাতে নারী খুন

প্রথম আলো

প্রকাশ: ৬ জুন, ২০২৪

রোহিঙ্গা শিবিরফাইল ছবি
রোহিঙ্গা শিবিরফাইল ছবি

এক মাস আগে ঝগড়া হয় দুই পরিবারের শিশুদের মধ্যে। স্থানীয়ভাবে তা মীমাংসাও হয়। কিন্তু এরপরও প্রতিশোধ নেয় এক পক্ষ। তাঁদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নারী।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের উখিয়া বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮) এফ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নামা সখিনা খাতুন (৪৩)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মেয়ে জামাতা ঈমান শরিফ (২৭)। গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সখিনা খাতুনের মৃত্যু হয়। সখিনা ওই ব্লকের রোহিঙ্গা সুলতান আহমদের স্ত্রী।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়নি।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে ওই আশ্রয়শিবিরের হেড মাঝি (নেতা) নুরুল ইসলাম বলেন, কয়েক মাস আগে একই আশ্রয়শিবিরের বাসিন্দা মো. রশিদের স্ত্রী সামিরা বেগমের সঙ্গে নিহত সখিনা খাতুনের শিশুদের মধ্যে ঝগড়া হয়। স্থানীয়ভাবে তার মীমাংসাও করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সামিরা বেগমের নিকটাত্মীয় হারুন, সাদেক, রেজওয়ান ও এনামুলের নেতৃত্বে কয়েকজন রোহিঙ্গা গতকাল সন্ধ্যায় সখিনা বেগমের ওপর হামলা চালায়। এ সময় সখিনার মেয়ের জামাতা ঈমান শরীফ শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে যান। তখন রোহিঙ্গা জামাতা-শাশুড়ি দুজনকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় রোহিঙ্গারা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় সখিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। ঈমান শরীফকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরির দাগ রয়েছে।

Lading . . .