Advertisement

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নয়াদিগন্ত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের সরেও বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহত বেলালের লাশ থানায় নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহত বেলাল উপজেলার বেংকান্দা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত বেলাল উপজেলার সরকারের হাট থেকে মটরসাইকেলে করে বাইপাস সড়ক দিয়ে পাটগ্রাম পৌর শহরের দিকে আসার পথে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি পণ্যবাহী ট্রাক সরেও বাজারে মটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বেলাল নিহত হয়।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Lading . . .