Advertisement

আশুলিয়ায় ৩ ছিনতাইকারী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় ৩ ছিনতাইকারী আটক
আশুলিয়ায় ৩ ছিনতাইকারী আটক

সাভার (ঢাকা): আশুলিয়ায় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছেন যৌথবাহিনির সদস্যরা। তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে ছিনতাই চক্রের সদস্যদের থানায় হস্তান্তর করা হয়। এর আগে আজ ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকার ধামরাই উপজেলার বেন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাপুর থানার চর উজলাবর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।

ভোররাতে জামগড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা, নেশাদ্রব্য গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, সকালে ছিনতাই চক্রের তিন সদস্যকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আরএইচ

Lading . . .