Advertisement

পুকুরে গোসল করতে নেমেছিল বালক, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মৃত্যুপ্রতীকী ছবি
মৃত্যুপ্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। তার নাম ইকবাল হোসেন ওরফে ফারহান (১২)। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ওই এলাকার আবুল মোবারকের ছেলে। সে স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিল ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার টানানো ছিল। সে গোসল করার এক পর্যায়ে পুকুরে বিদ্যুতের তারটি ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারহানের মৃত্যু হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দোষারোপ করছেন স্থানীয় বাসিন্দারা।

জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনার জন্য পল্লী বিদ্যুতের কোনো অবহেলা দায়ী নয়। স্থানীয় এক ব্যক্তি গাছ কাটছিলেন। গাছটি বিদ্যুতের লাইনের ওপরে পড়ে। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়েছে। ঘটনার পর পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে।

এক প্রশ্নের জবাবে উপমহাব্যবস্থাপক বলেন, যেই ব্যক্তি পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অনুমতি না নিয়ে গাছ কেটেছেন, তাঁর বিরুদ্ধে সমিতি থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাণহানির বিষয়ে নিহত বালকের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের তার পুকুরের পানিতে পড়ার কারণে ওই বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহত বালকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Lading . . .