Advertisement

সিলেটের ডিসির পর সরিয়ে দেয়া হলো কোম্পানিগঞ্জের ইউএনওকে

নয়াদিগন্ত

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও ইউএনও আজিজুননাহার |সংগৃহীত
ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও ইউএনও আজিজুননাহার |সংগৃহীত

সিলেট জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুননাহারকে বদলি করা হয়েছে। সিলেটের সাদা পাথরে লুটপাট নিয়ে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ব্যাপকভাবে সমালোচিত হওয়ার মাঝে তাদের বদলির এ আদেশ এলো।

মাহবুব মুরাদকে সরিয়ে সেখানে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে র‌্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমকে। তিনি সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার ( ১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডিসির প্রত্যাহার আদেশের পর পরই কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুননাহারের বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন নবী। আজিজুন নাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।

সোমবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় অবস্থানকালে ডিসি ও ইউএনও তাদের বদলির আদেশের খবর জানতে পারেন। বিদায়ী জেলা প্রশাসক গণমাধ্যমকে এ তথ্য জানান। তখন তারা সাদাপাথরে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজে ব্যস্ত ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সিলেটের আলোচিত পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের বিষয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায়ের বিরক্তি রয়েছে। ডিসিকে সরানো তারই ফল হতে পারে বলে এই সূত্র মনে করছে।

সম্প্রতি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় সাদাপাথর থেকে হাজার কোটি টাকার পাথর লুটপাটের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। এসব লুটপাটকাণ্ডে সিলেট প্রশাসনের চরম অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান লুটপাটের সাথে স্থানীয় প্রশাসনের জড়িত থাকার কথা জানান গণমাধ্যমকে।

ইতোমধ্যে সাদাপাথর লুটের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Lading . . .