Advertisement

নির্বাচন কমিশনের বৈঠক থেকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

কালবেলা

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতিসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সিইসির সভাপতিত্বে সভা করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হয়ে এখনো বৈঠক চলছে। ইসির নবম কমিশন সভা থেকে আরপিওর বেশ কিছু সংশোধনী আসতে যাচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্বাচনে প্রার্থীর ও দলের আচরণ বিধিমালায় বিশেষভাবে যুক্ত হতে যাচ্ছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজন্স) প্রযুক্তির ব্যবহারের বিষয়টি। ভোটের প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী, ব্যানার-ফেস্টুনের ব্যবহারে শিথিলতাও রয়েছে এই তালিকায়। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারে যুক্ত হতে পারে বিশেষ কিছু নির্দেশনা।

এর আগে আজ সকালে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া চিঠি পেয়েছে বলে জানায় ইসি।

ওই চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, এ সময়ের মধ্যে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সংসদ নির্বাচন সামনে রেখে আজকের কমিশন সভা থেকে বেশ কিছু নির্দেশনা আসতে যাচ্ছে।

Lading . . .