দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

দেশের ৬৪ জেলায় দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পত্র অনুয়ায়ী, ঢাকা জেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ১৬৭ জন, গাজীপুরে ৪৭, নওগাঁয় ৩৬, মানিকগঞ্জে ১৯, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, নারায়ণগঞ্জে ৪১, মুন্সীগঞ্জে ২০, নরসিংদীতে ৪০, রংপুরে ৩১, দিনাজপুরে ৪২, গোপালগঞ্জে ২৭, মাদারীপুরে ৩৩, কুড়িগ্রামে ১৬, রাজবাড়ীতে ২৯, শরীয়তপুরে ১৬, নীলফামারীতে ১৭, কিশোরগঞ্জে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৯, টাঙ্গাইলে ৫০, ময়মনসিংহে ৭১, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১, শেরপুরে ১৩, নড়াইলে ১৯, চট্টগ্রামে ১০৬, বাগেরহাটে ২০, বান্দরবানে ৫, সাতক্ষীরায় ২৮, কক্সবাজারে ৩২, চুয়াডাঙ্গায় ১৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, মেহেরপুরে ৯, কুমিল্লায় ৭৫, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২০, পিরোজপুরে ১৫, নোয়াখালীতে ৪৩, বরগুনায় ১২, রাজশাহীতে ৩৬, সিলেটে ৪৮, জয়পুরহাটে ১৩, মৌলভীবাজারে ২৭, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ৩৪, রাঙামাটিতে ৮, মাগুরায় ১২, খুলনায় ৩২, ভোলায় ২৪, কুষ্টিয়ায় ২৭, লালমনিরহাটে ৩৩, গাইবান্ধায় ১৭, ঝালকাঠিতে ৯ ও পঞ্চগড়ে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
সূত্র : বাসস।