Advertisement

সন্তানের দায়িত্ব নিতে ভয়, বাবা হতে চান না অভিনেতা

ঢাকা পোস্ট

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বলিউডের অফবিট নায়ক অভয় দেওল সবসময়ই তার সোজাসাপটা মন্তব্য আর ব্যতিক্রমী জীবনদর্শনের জন্য খবরের শিরোনামে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটলো না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অকপটে জানালেন, সন্তান নেওয়ার কোনও পরিকল্পনাই তার জীবনে নেই।

অভয়ের স্পষ্ট বক্তব্য— “আমি বাবা হব না। আমি জানি, এটা শোনার পর অনেকেই অবাক হবেন। কিন্তু আমি সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

অভয় দেওল বলিউডে বরাবরই ছিলেন এক ভিন্ন ধরণের অভিনেতা। মেইনস্ট্রিম গ্ল্যামার বা স্টারডমের চকচকে দৌড়ের বাইরে থেকেও তিনি “দেব ডি”, “জিন্দেগি না মিলেগি দোবারা”, “দেব ডি ” কিংবা “সাংহাই”-এর মতো ছবিতে অভিনয় করে নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন। এবার ব্যক্তিজীবন সম্পর্কেও তার এই নির্ভীক ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেতা বলেছেন, আজকের দিনে বাবা-মা হওয়া মানে বিশাল দায়িত্ব। সন্তানকে বড় করে তোলা, তাকে সঠিক পরিবেশ দেওয়া—সব মিলিয়ে এক বিরাট চ্যালেঞ্জ।

আর এই চ্যালেঞ্জ নিতে তিনি রাজি নন। নিজের জীবন, নিজের স্বাধীনতা এবং নিজের চিন্তার জগতকেই তিনি প্রাধান্য দিতে চান। যে কারণে অভয়ের ভাষায়, ‘একান্তই সন্তান চাইলে আমি দত্তক নেব কোনও শিশুকে। কারণ আজকের এই পৃথিবীর যা অবস্থা সেখানে কেনই বা সব জেনেবুঝে এর মধ্যে একটা নতুন প্রাণকে আমি নিয়ে আসব?’

এই স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, “অভয় নিজের মতো করেই জীবনটা বাঁচতে জানেন।” আবার কারও মত, “বলিউডে যেখানে অধিকাংশ তারকা পরিবার আর সন্তানের কথা ভেবে এগোন, সেখানে অভয়ের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী।”

নিজেকে বরাবরই পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন অভয়। তাই হয়তো এবারও তিনি সমাজের প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছেন— বাবা না হওয়ার সিদ্ধান্ত নিয়ে।

এনএইচ

Lading . . .