
ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের
স্কোয়াডের শক্তি বেশ বাড়িয়েই এবার ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছে আর্সেনাল। এমনকি মিকেল আর্তেতার দলটিকে এবার অন্যতম ফেভারিটও ভাবা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শুরু, এবার লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। জোড়া গোল করেছেন জুরিয়েন টিম্বার ও ভিক্টর ইয়োকেরেস। তবে বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড চোটে পড়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ।২৫ আগস্ট, ২০২৫