
‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দর্শক, ৩ দিনে কত আয় করল সিনেমাটি
বলিউডের বক্স অফিসে দাপট দেখাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা মুভি ‘সাইয়ারা’। দর্শকদের অনেকে সিনেমা হলে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়েছেন যে এক কথায় বলছেন, এ যেন আশিকি সিরিজের যোগ্য উত্তরসূরি। কেউ কেউ তো এটিকে ‘আশিকি ৩’ বলেও চালিয়ে দিতে চাইছেন! যদিও কপিরাইট ইস্যুতে সে নামকরণ হয়নি, কিন্তু ব্যবসার নিরিখে সিনেমাটি এর মধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছে।২৮ জুলাই, ২০২৫