Advertisement

বাংলাদেশের চ্যালেঞ্জ ও টিম কম্বিনেশন কেমন হওয়া উচিত জানালেন আকাশ

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে। কাগজে-কলমে ভারত শক্তিশালী দল। ম্যাচেও তারাই ফেভারিট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশও। ভারতের বিপক্ষে জয় পেতে টাইগারদের আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ মূলত পরপর দুই দিনে দুই ম্যাচ। আজ (২৪ সেপ্টেম্বর) ভারতের সঙ্গে খেলার পর আগামীকালই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। আকাশের মতে, পাকিস্তানের ম্যাচ তুলনামূলক সহজ হলেও লিটন দাসের দলকে ভারতের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়েই খেলতে হবে।

আকাশ বলেন, ‘বাংলাদেশকে বিশ্বাস রাখতে হবে- যেভাবে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেভাবেই ভারতকেও হারাতে পারবে। ইতোমধ্যে দলটি প্রমাণ করেছে, প্রায় বাদ পড়ার অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে। ভারত যদি পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকে, তাহলে বাংলাদেশ দুই নম্বরে।’

তবে অন্য অনেকের মতো আকাশও বাংলাদেশ দলের ম্যাচের সময়সূচীকে কঠিন মনে করছেন। তিনি বলেন, ‘পরপর দুটি ম্যাচ খেলা সহজ নয়। হ্যাঁ, পাকিস্তানকে হারানো তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু ভারতের বিপক্ষে জিততেই হবে।’ এরপর স্পিন আক্রমণ নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

দুবাইয়ের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে নাসুম আহমেদ, শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে একাদশে দেখতে চান আকাশ। তার ভাষায়, ‘এটা হতে হবে স্পিন-নির্ভর আক্রমণ। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে মেহেদী, নাসুমকে ব্যবহার করা যেতে পারে। রিশাদও উইকেট নিতে পারে। দুবাইয়ের কন্ডিশন হায়দরাবাদের মতো নয়। তাই তিনজন স্পিনার নিয়ে নামলেই বাংলাদেশ লাভবান হবে।’

এএল

Lading . . .