প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নানা কারণেই অমর হয়ে থাকবেন জুবিন গার্গ। আসামের জনপ্রিয় এই সংগীতশিল্পী গেল ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মার যান। জুবিন শুধু একজন কণ্ঠশিল্পীই ছিলেন, তিনি ছিলেন মানুষের প্রাণের স্পন্দন। তার গান যেমন মায়ায় ভরিয়ে রাখতো শ্রোতাদের হৃদয়, তেমনি জীবনের নানা কাজকর্ম ও আদর্শ তাকে পৌঁছে দিয়েছে অমরত্বের কাতারে।
তার মৃত্যুর পর আসাম প্রদেশ তিনদিন ধরেই বলা চলে অকেজো হয়ে আছে। চলছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। লাখ লাখ মানুষ তাকে বিদায় জানাতে নেমে এসেছে রাস্তায়। যা গড়েছে রেকর্ডও। এ আর রহমান, শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে ভারতের নানা অঞ্চলের স্টার-সুপারস্টারেরা তার জন্য প্রার্থনা করে শোকগাঁথা লিখেই চলেছেন। এ যেন শোকের উৎসব নামিয়ে দিয়েছেন জুবিন।
সোশ্যাল মিডিয়াতে ভক্তরাও আজ চারদিন ধরে লিখে যাচ্ছেন নানা আবেগ-অনুভূতির কথা। যার অনেক পোস্ট হয়েছে ভাইরাল। অনেকেই বিশ্লেষণ করছেন নিরবে নির্ভৃতে আর বলিউডের ঝলকানি ও মিডিয়া হাইপের বাইরে থেকেও জুবিন কেন এতো জনপ্রিয় ছিলেন? কেন তার শোকে ভারতবর্ষকে এভাবে নাড়িয়ে দিলো? নানা কারণ ও ব্যাখ্যা উঠে আসছে সেসব লেখায়।
তারমধ্যে কটি পোস্ট ভাইরাল হয়েছে জুবিনের অমরত্বের কারণ নিয়ে। যেখানে ৬টি কারণকে উল্লেখ করা হয়েছে। দেখে নেয়া যাক সেই কারণগুলো-
জীবনভর জুবিন গার্গ ছিলেন অকুতোভয়। তিনি কখনও রাজনীতিক বা ক্ষমতার সামনে নতি স্বীকার করেননি। যখন দরকার রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে সহায়তা করেছেন। যখন দরকার হয়েছে সরকার বা ক্ষমতার বিপক্ষে একাই দাঁড়িয়ে থেকেছেন ন্যার ও বঞ্চিত মানুষের অধিকারের পক্ষে।
