
কেনিয়ার পথে এলসা হোমের স্মৃতি
কেনিয়ার পথে এলসা হোম। জয় অ্যাডামসনের স্মৃতি, জর্জ অ্যাডামসনের স্বপ্ন আর বন্য প্রকৃতির প্রতি মানবতার অঙ্গীকার। আমাদের ভ্রমণের পথে যখন গন্তব্য ছিল কেনিয়ার রাজধানী নাইরোবি, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো এক বিশেষ স্থান জয় অ্যাডামসন মিউজিয়াম, যেটিকে স্থানীয় মানুষজন ভালোবেসে ডাকেন এলসা হোম। প্রথমে নামটা শুনেই মনে হয়েছিল, হয়তো এটি কোনো সাধারণ জাদুঘর বা ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জায়গা। কিন্তু যখন এর ভেতরে প্রবেশ করলাম; তখন বুঝতে পারলাম, এটি কেবল একটি বাড়ি বা মিউজিয়াম নয় বরং মানবসভ্যতা ও বন্যপ্রাণীর সম্পর্ক নিয়ে পৃথিবীর ইতিহাসে লেখা এক অনন্য অধ্যায়।২৪ সেপ্টেম্বর, ২০২৫