প্রকাশ্যে অনীতের হাত ধরতে চাইলেন আহান, সাইয়ারা’র প্রেম কি বাস্তব হচ্ছে?
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

বলিউডে বর্তমানে আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র নায়ক-নায়িকা আহান পাণ্ডে আর অনীত পাড্ডাকে দেখা মিলল একসঙ্গে। সেখানে তাদেরকে বেশ কাছাকাছি অবস্থাতেই দেখা যায়, যা দেখে চমকে গেল ভক্তরা।
সম্প্রতি মুম্বাইয়ের এক বিলাসবহুল শপিং মলে একসঙ্গে দেখা মেলে তাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বাইরে বের হওয়ার সময় আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন—যেন হাতে হাত রেখে হাঁটতে চান। কিন্তু অনীত হালকা লাজুক ভঙ্গিতে তা এড়িয়ে যান। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
আর এ নিয়েই শুরু গুঞ্জন! নেটিজেনরা ভাবতে শুরু করেন, পর্দার প্রেম কি বাস্তবেও ধরা দিচ্ছে তাহলে? একজন লিখেছেন, ‘হাত ধরেনি তো কী হয়েছে, আহানের চোখ কিন্তু অনীতের দিকেই ছিল।’
আরও পড়ুন
ভিডিওতে দেখা গেছে, আহান কালো জ্যাকেট ও নীল জিন্সে, অনীত স্কাই ব্লু শার্ট আর ডেনিমে। দুজনেই মুখ ঢেকে রেখেছিলেন, চারপাশে ছিল নিরাপত্তার বলয়। তাদের সঙ্গে ছিলেন আহানের মা ডিয়ানে পাণ্ডেও।
মোহিত সুরির ‘সাইয়ারা’ ইতোমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে, যার মধ্যে ৩০০ কোটিরও বেশি শুধু ভারতের বাজার থেকে। এই ছবিতেই বড় পর্দায় প্রথম জুটি বেঁধেছেন আহান ও অনীত। প্রমোশন ছাড়া প্রকাশ্যে খুব একটা তারা দেখা না দিলেও, প্রথমবারের মতো আলাদা করে এভাবেই দেখা মিলল তাদের।
ডিএ