সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন অক্ষয়, করলেন দুর্ব্যবহার
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সামনে মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এর মধ্যে গত বুধবার উন্মোচন করা হলো সিনেমাটির ট্রেলার। এ সময় উপস্থিত ছিলেন তিন অভিনেতা- অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা।
এই অনুষ্ঠানের মাঝেই এক সাংবাদিক অক্ষয়কে প্রশ্ন করেন, ছবিতে কি কানপুর শহরের ‘গুটখা’ সংস্কৃতি তুলে ধরা হয়েছে? সে প্রসঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত কী?
এ সময় অক্ষয় স্পষ্ট জবাব দেন, ‘গুটখা খাওয়া উচিত নয়।’
আরও পড়ুন
কিন্তু সাংবাদিক মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করলে অক্ষয় রীতিমতো মেজাজ হারান। রসবোধের সঙ্গে তীক্ষ্ণ সুরে বললেন, ‘ইন্টারভিউটা আমার না আপনার? আপনি আমার মুখে কথা ঢোকাবেন না… আমি বলছি, গুটখা খাওয়া খারাপ, ব্যস।’
উল্লেখ্য, এর আগে গুটখার বিজ্ঞাপন করে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয়।
এদিকে, ‘জলি এলএলবি থ্রি’-তে অক্ষয় আবারও জলি চরিত্রে ফিরছেন, আর তার বিপরীতে রয়েছেন আরশাদ ওয়ারসি। ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। সৌরভ শুক্লা, আমৃতা রাও, হুমা কুরেশি এবং আন্নু কাপুরও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
ডিএ
আরও পড়ুন