Advertisement

সঞ্জয়ের সম্পত্তির ভাগ পেতে আদালতে কারিশমার দুই সন্তান

ঢাকা পোস্ট

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বলিউডে ফের শিরোনামে কাপুর পরিবার। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি নিয়ে এবার দিল্লি হাইকোর্টে হাজির হয়েছেন কারিশমা কাপুরের দুই সন্তান, কিয়ান রাজ কাপুর ও সামাইরা কাপুর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিয়ান–সামাইরার অভিযোগ তাদের সৎমা প্রিয়া কাপুর (সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী) একটি জাল উইল তৈরি করেছেন, যাতে তিনি পুরো সম্পত্তির দখল নিতে পারেন।

শুধু তাই নয়, প্রিয়া নাকি আরও দুই সহযোগী দীনেশ আগরওয়াল ও নীতিন শর্মার সঙ্গে মিলে উইল সাত সপ্তাহ গোপন রেখে পরে ৩০ জুলাই ২০২৫-এ এক পারিবারিক বৈঠকে তা উপস্থাপন করেন।

তাদের দাবি, ‘যে তথাকথিত উইল আমাদের বাবার নামে তৈরি দেখানো হয়েছে, তা আসলে আইনি বৈধ নথি নয়। এটি জাল, কৃত্রিম এবং সন্দেহজনক পরিস্থিতিতে তৈরি।’

আরও পড়ুন

কিয়ান ও সামাইরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন, তাদের ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং বাবার বিশাল সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করা হোক। তারা দাবি, প্রত্যেকের প্রাপ্য মোট সম্পত্তির এক-পঞ্চমাংশ করে।

তাদের অভিযোগ, প্রিয়া কাপুর প্রথমে দাবি করেছিলেন কোনও উইল নেই এবং সব সম্পত্তি রয়েছে আর.কে. ফ্যামিলি ট্রাস্টের অধীনে। কিন্তু পরে হঠাৎই তিনি ২১ মার্চ ২০২৫-তারিখের একটি উইল পেশ করেন, যা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ জুন পোলো খেলতে গিয়ে হঠাৎ মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। এরপর ১৯ জুন লোধি শ্মশান ঘাটে ছেলের হাতে বাবার চিতায় অগ্নিসংস্কার হয়। তারপর থেকেই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। অভিযোগ, প্রিয়া তাদের ট্রাস্ট সম্পর্কিত নথি ও আর্থিক খাতার কাগজপত্রে প্রবেশাধিকার সীমিত করতে থাকেন।

এমআইকে

Lading . . .