Advertisement

মিটবক্সের রেসিপি

প্রথম আলো

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

উপকরণ: রান্না করা মাংস ১ কাপ (মুরগি, গরু বা খাসির স্ট্রিপস), ফ্রেঞ্চফ্রাই ১ কাপ (ভাজা ও মচমচে), কুচানো লেটুস পাতা ১ কাপ, টমেটো ১টি (স্লাইস করা), শসা ১টি (স্লাইস করা), ছোট পেঁয়াজ ১টি (স্লাইস করা), রসুনের মেয়নেজ বা ঝাল সস ২ টেবিল চামচ, চিজ (ঐচ্ছিক) ২ টেবিল চামচ (কুচানো)।

প্রণালি: পরিবেশনের বক্সে বা ট্রেতে ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে নিন। তার ওপর দিন গরম মাংসের স্ট্রিপস। লেটুস পাতা, টমেটো, শসা ও পেঁয়াজ দিন। পছন্দের সস দিন। চাইলে চিজ দিতে পারেন। গরম-গরম পরিবেশন করুন।

Lading . . .