Advertisement

দেখুন ফলের স্মুদির রেসিপি

প্রথম আলো

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

24obnd

উপকরণ : পাকা কলা ১টি, স্ট্রবেরি ১ কাপ, দুধ বা দই আধা কাপ, মধু ১ চা-চামচ (ঐচ্ছিক), বরফের টুকরা কয়েকটি।

প্রণালি : প্রথমে পাকা কলা টুকরা করে নিন। স্ট্রবেরি কুচি করে নিন। এবার দুধ বা দই দিয়ে ফলের কুচি ভালো করে ব্লেন্ড করে নিন। ভালোমতো ব্লেন্ড হলে আবার মধু ও বরফটুকরা দিয়ে ব্লেন্ড করুন। ঠান্ডা অবস্থায় গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

Lading . . .