ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশের দুই আম্পায়ার
যুগান্তর
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

আজ শুরু এশিয়া কাপের জন্য আম্পায়ারদের তালিকা সোমবার প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার। একজন মাঠে, আরেকজন তৃতীয় আম্পায়ার হিসাবে।
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান। তার সঙ্গে থাকবেন শ্রীলংকার রুচিরা পাল্লিয়াগুরুগে। বাংলাদেশের গাজী সোহেল থাকবেন তৃতীয় আম্পায়ার হিসাবে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।
ভারত থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পণ্ডিত। শ্রীলংকার রুচিরা ছাড়াও থাকছেন রবীন্দ্র উইমালাসিরি। আফগানিস্তানের দুই আম্পায়ার হলেন আহমাদ পাকতিন এবং ইজাতুল্লাহ শফি। পাকিস্তান থেকে দুজন হলেন আসিফ ইয়াকুব এবং ফয়সাল আফ্রিদি। দুই ম্যাচ রেফারি হলেন পাইক্রফ্ট এবং রিচি রিচার্ডসন।