Advertisement

বিশ্বাস করি সিরিজ জিততে পারব: ডাচ অধিনায়ক

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। সিলেটে হতে চলা সিরিজের জন্য বুধবার সকালে ঢাকায় নামে ডাচবাহিনী। বিকেলে সিলেটে পৌঁছে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন সফরকারী অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি বিশ্বাস করেন, যথেষ্ট ভালো খেললে সিরিজ জিততে পারবেন।

এডওয়ার্ডস বলেছেন, ‘অবশ্যই আমাদের বিশ্বাস আছে সিরিজ জিততে পারব। সিরিজে জেতার জন্যই আমরা খেলি। ভালো ক্রিকেট খেলতে চাই। যথেষ্ট ভালো যদি খেলতে পারি, তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ আছে।’

‘গত কিছুদিন ধরে আমাদের দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বকাপ এবং বাছাইপর্বের ম্যাচে চাপে থেকে খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম।’

হঠাৎ এমন সিরিজ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে এডওয়ার্ডস বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। এখানে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশেরও ভালো প্রস্তুতি হবে।’

সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Lading . . .