Advertisement

শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিক, লঙ্কানদের নাটকীয় জয়

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন দিলশান মাদুশঙ্কা
শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন দিলশান মাদুশঙ্কা

জিততে শেষ ওভারে ১০ রান লাগতো জিম্বাবুয়ের। ক্রিজে সেঞ্চুরি থেকে খানিকটা দূরে থাকা সিকান্দার রাজা ও ফিফটি কাছাকাছি থাকা টনি মুনিয়োঙ্গা। তবে বল হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন দিলশান মাদুশঙ্কা। প্রথম বলে রাজাকে বোল্ড করার পরের দুই বলেই দুই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার। তাতে ঘুরে দাঁড়িয়ে নাটকীয়ভাবে রোডেশিয়ানদের ৭ রানে হারায় শ্রীলঙ্কা।

হারেরেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৮ রান তোলে তারা। জবাবে নেমে ৮ উইকেটে ২৯১ রানে থামে স্বাগতিক দল।

লঙ্কানদের দেয়া ২৯৮ রান তাড়ায় নেমে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে বেন কারেন ও শন উইলিয়ামস মিলে এনে দেন ১১৮ রান। উইলিয়ামস ৫৪ বলে ৫৭ রানে ফিরে গেলে জুটি ভাঙে। এরপর ১৪০ রানে বেন কারেন ফিরে যান ৯০ বলে ৭০ রান করে।

১৬১ রানে পঞ্চম উইকেট হারায় রোডেশিয়ানরা। ওয়েসলি মাধেভেরে ১০ বলে ৮ রান করে আউট হন। সেখান থেকে জিম্বাবুয়েকে জয়ের কাছাকাছি নিয়ে যান সিকান্দার রাজা ও টনি মুনিয়োঙ্গা। দুজনে মিলে যোগ করেন ১২৮ রান।

শেষ ওভারের প্রথম বলে ২৮৯ রানে জুটি ভাঙে। রাজা ৮৭ বলে ৯২ রান করেন। টনি অপরাজিত থাকেন ৫২ বলে ৪৩ রানে।

মাদুশঙ্কা ৪ উইকেট নেন। আসিথা ফের্নান্দো নেন ৩ উইকেট।

এর আগে ব্যাটে নেমে ফিফটি করেন তিন লঙ্কান। পাথুম নিশাঙ্কা ৯২ বলে ৭৬ রান করেন। ৩৬ বলে ৫৭ রান করেন কামিন্দু মেন্ডিস। ৪৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন জানিথ লিয়ানেগে। এছাড়া কুশল মেন্ডিস ৩৮ এবং সাদিরা সামারাবিক্রমা ৩৫ রান করেন।

রোডেশিয়ানদের হয়ে রিচার্ড এনগারাভা দুই উইকেট নেন।

Lading . . .