প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ এর ম্যাচে পাকিস্তানকে হারালেও ম্যাচ-পরবর্তী আচরণে বিতর্কে জড়িয়েছে ভারতীয় দল।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের ছক্কায় জয় নিশ্চিত করার পর ভারতীয় ক্রিকেটাররা সরাসরি মাঠ ছাড়েন, পাকিস্তানিদের সঙ্গে কোনো করমর্দন ছাড়াই। এমনকি টসের সময়ও দুই অধিনায়ক হাত মেলাননি।
ম্যাচ শেষে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন জানান, তাদের পক্ষ থেকে হাত মেলানোর উদ্যোগ থাকলেও ভারতীয়রা তা এড়িয়ে যায়। এতে হতাশা প্রকাশ করেন তিনি।
এবার ভারতের এই পদক্ষেপ নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। পাকিস্তানের এক টিভি আলোচনায় তিনি বলেন, ‘এটা এশিয়া কাপ। সামনে যদি বিশ্বকাপে এমন ঘটনা ঘটে, তখন কী করবেন? আইসিসি প্রধান জয় শাহ তো ভারতীয়। ভেবে দেখার বিষয়। হাত না মিলিয়ে আপনি কি হিরো হবেন? না, যারা ক্রিকেট বোঝে, লেখে, বিশ্লেষণ করে—তারা এসব কখনোই সমর্থন করবে না। শুধু পাকিস্তানি নয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কেউও এটি প্রশংসা করবে না। ’
অন্যদিকে, সূর্যকুমার যাদব ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবনে কিছু বিষয় খেলাধুলার চেতনারও ঊর্ধ্বে। আমরা পহলগাম হামলার নিহতদের পরিবার ও সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। এই জয় উৎসর্গ করছি অপারেশন সিন্ধুর-এ অংশ নেওয়া সাহসী সেনাদের। ’
পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্তে সংঘর্ষও বাড়িয়েছে উত্তেজনা, আর সেই পরিস্থিতিরই প্রতিফলন দেখা গেল এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে।
এমএইচএম
আরও পড়ুন