প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিস্ফোরক সেঞ্চুরি করে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ক্যামেরন গ্রিন। ওই ম্যাচেই শতক ছোঁয়া ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তার দুই সতীর্থ মিচেল মার্শ ও ট্রাভিস হেডও। বুধবার ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে ৪০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৭৮তম স্থানে উঠে এসেছেন গ্রিন।
মার্শের অগ্রগতি চার ধাপ, অবস্থান ৪৪তম। আর এক ধাপ এগিয়ে ১১ নম্বরে হেড। গত রোববার তিন সেঞ্চুরিতে দুই উইকেটে ৪৩১ রানের বিশাল পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। পরে দক্ষিণ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে ২৭৬ রানের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় তারা। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলা জশ ইঙ্গলিসেরও উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার আছেন ৬৪ নম্বরে।
সিরিজের শেষ ম্যাচে ৫৭ রানে এক উইকেট নেওয়া কেশব মহারাজ রেটিং পয়েন্ট হারিয়েছেন। তাতে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি স্পিনারের শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন মাহিশ তিকশানা। দুজনের রেটিং পয়েন্ট এখন ৬৭১। মহারাজের সতীর্থ লুঙ্গি এনগিডির উন্নতি হয়েছে ছয় ধাপ, আছেন ২৮ নম্বরে।
আরও পড়ুন