ডাকসু নির্বাচনের প্রচারণায় পাকিস্তানের মিসবাহ উল হক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫
রাত পোহালেই ডাকসু নির্বাচন। ইতোমধ্যে প্রচার-প্রচারণার কাজ শেষ করেছেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এই নির্বাচন ঘিরে সর্বমহলে চলছে আলোচনা। তবে এবার ঘটলো এক অভূতপূর্ব ঘটনা।
নির্বাচনী আমেজ আগেই ছড়িয়েছিল বেশ, তবে এবার তার রেশ ছড়িয়েছে দেশের বাহিরেও। সুদূর পাকিস্তান থেকে এক প্রার্থীর প্রচারণায় নেমেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হক।
আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার শেষদিনে এমন চমক নিয়ে এসেছেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। তার হয়ে পাকিস্তান থেকে ভিডিওবার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি।
রোববার (৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ-উল হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ।’
‘আমার আশা, আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সাথে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। ইনশা-আল্লাহ, আপনি সফল হবেন।’
উল্লেখ্য, এবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগে অংশ নেয়া একজন ক্রিকেটার।
দেশের বাহিরে থেকে এমন প্রচারণা বিরল হলেও, দেশের ক্রিকেটারদের অনেকেই অংশ নিয়েছেন এবারের নির্বাচনী প্রচারণায়।
ডাকসু নির্বাচনের শুরুতেই আরেক ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামি নামে এক প্রার্থীকে শুভেচ্ছাবার্তা পাঠান জাতীয় দলের দু’ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।