এবাদতের ক্রসে মুশফিকের গোল, শামীমকে বোকা বানালেন সাইফউদ্দিন
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

এসেছিলেন ভিন্ন কাজে। কিন্তু মাঠটা তো এখন পরিচিত ফুটবলের জন্য। এ মাঠে খেলে গেছেন লিওনেল মেসি, হালেই তো এখানে গোল করেছেন হামজা চৌধুরীর মতো দিকপাল; তাই জাতীয় স্টেডিয়ামে এসে ফুটবলে লাথি না দিয়ে যেন মন ভরছিল না এবাদত হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা শামীম পাটোয়ারীদের। ক্ষণিকের জন্য পরিচয় বদলে তারা হয়ে গেলেন ফুটবলার!
আজ সকালে সবাইকে দেখা গেল জাতীয় স্টেডিয়ামের গোলপোস্টের সামনে ফুটবল খেলতে। ডান পাশ থেকে এবাদত ক্রস করলেন, সেটা গিয়ে পড়ল গোলপোস্টের ঠিক সামনে থাকা মুশফিকের সামনে। তিনি বলটা আলতো টোকায় জড়িয়ে দিলেন জালে।
এই মাঠে মেসি খেলে গেছেন। মুশফিক নিজেও মেসির ভক্তই। গোলটা করে উদযাপনটাও করলেন মেসির মতো। গোলের পর আনন্দের আতিশয্যে আঙুলে চুমু খেয়ে দুই হাত তুলে দিলেন আকাশে।
একটু পর পোস্টের সামনে দেখা মিলল সাইফউদ্দিনদের। পেনাল্টি স্পটে বলটা রেখে কয়েক পা পিছিয়ে গেলেন। তার সামনে ছিলেন শামীম পাটোয়ারী, গোল ঠেকানোর ভূমিকায় অবতীর্ণ হলেন। তবে শেষমেশ তার ইচ্ছা হার মেনেছে সাইফউদ্দীনের কাছে। শামীমকে নড়ার সুযোগও দেননি তিনি। বলটা পাঠালেন নিচে বাম পাশের কোণায়।
ফুটবল নিয়ে মাতামাতির আগে নিজেদের আসল কাজটা অবশ্য ঠিকই সেরেছেন সবাই। আজ ছিল ফিটনেস টেস্ট। ২ দফা ২ দিন করে ৪ দিনের ফিটনেস ক্যাম্প শেষে আজ নিজেদের ফিটনেসের পরীক্ষা দিয়েছেন সব ক্রিকেটার।
আজ রোববার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলেছে ক্রিকেটারদের এই টেস্ট। বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার তো বটেই, টেস্ট দলে থাকা মুশফিকুর রহিমসহ দলের আশেপাশে থাকা আরও অনেকেই ছিলেন এই টেস্টে। এই তালিকায় ছিল সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, অমিত হাসান ও পেসার এনামুল হকের নাম।
তবে এই টেস্টে ছিলেন না অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। এছাড়া এশিয়া কাপের স্কোয়াডে থাকা আরও ৪ ক্রিকেটার ছিলেন না এখানে, তারা টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।