প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আগের বলে ক্যাচ তুলে দিয়ে ভাগ্য ফেবার করায় শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ক্যাচ মিস করায় রক্ষা পান। কিন্তু পরের বলে সজোরে ব্যাট চালিয়ে দৌড়ে ৩ রান নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন তাওহীদ হৃদয়।
৪.৩ ওভারে দলীয় মাত্র ৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন হৃদয়। তার বিদায়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলকে উত্তরণের চেষ্টা করছেন অধিনায়ক লিটন দাস ও শেখ মাহেদি হাসান।
এশিয়া কাপের ১৭তম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। তবে হেরে গেলে আফগান পরীক্ষায় পাশ করতেই হবে, না হয় গ্রুপপর্ব থেকেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আসরের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে হারায় বাংলাদেশ।
শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তিনি। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।
প্রথম ওভারে কোনো রান স্কোর বোর্ডে তোলার আগে তানজিদ আউট হওয়ায় দল চাপে পড়ে যায়। সেই চাপ থেকে দলকে উত্তরণের আগেই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি দুশমন্ত চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।
শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।