Advertisement

‘ভারত-পাকিস্তান মুখোমুখি হলে মজা হবে’

যুগান্তর

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

24obnd

এশিয়া কাপের সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।তবে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সেই ম্যাচ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন,‘এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে, এ নিয়ে সমালোচনাও হচ্ছে। তবে আমরা পাকিস্তানে এসব নিয়ে ভাবছি না। খেলি বা না খেলি, আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে। খেলা চলবেই।’

সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ভারত চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়।

ওয়াসিম আকরাম আরও বলেছেন, ‘রাজনীতি আলাদা বিষয়। আমি তো রাজনীতিবিদ নই। ওরা নিজেদের দেশকে ভালোবাসে, আমরাও আমাদেরটা ভালোবাসি। তোমার দেশের সাফল্য নিয়ে কথা বলো, পাকিস্তানের ক্ষেত্রেও তা–ই, ভারতের ক্ষেত্রেও তা–ই। বলা সহজ, করা কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর পাকিস্তান দলের কঠিন সমালোচনা করেছিলেন আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী।

পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান ‘দ্য গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘আমি প্রার্থনা করি, এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করেছে। তারা এত মার দেবে যে তা ভাবাও যায় না।’

এবার তিনি কামরান আকমলের ইউটিউব শোতে পাকিস্তানের সমালোচনা করেছেন। পাকিস্তানকে খোঁচা দিয়ে তিনি বলছেন, ‘১৪ সেপ্টেম্বর পাকিস্তান ভারতের মুখোমুখি হলে ভালোই মজা হবে।’

Lading . . .