Advertisement

ভারতের বিপক্ষে ‘বাংলাদেশ অঘটন ঘটাতে পারে’

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বাংলাদেশ এমন একটি দল, তারা যে কোনো টুর্নামেন্টে যে কোনো দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারে। এমন মন্তব্য করেছেন ভারতীয় সাবেক তারকা পেসার বরুণ অ্যারন।

পরিসংখ্যান একপেশে হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বরুণ। তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই একটি ডার্ক হর্স। অবশ্যই পরিসংখ্যান খুবই একপেশে, ১৬-১, কিন্তু যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশ যে কোনো সময়ে একটি অঘটন ঘটাতে পারে।’

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামীকাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। টানা দুই দিনে দুটি বিশ্বকাপজয়ী দলকে মোকাবেলা করতে হবে টাইগারদের। এই কঠিন সময়সূচির চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন বরুণ।

ভারতের হয়ে ৯টি ওয়ানডে আর ৯টি টেস্ট ম্যাচ খেলা এই তারকা বলেন, ‘দেখুন, বাংলাদেশ যে সংক্ষিপ্ত সময়সূচি (বুধবার ভারত ম্যাচ, বৃহস্পতিবার পাকিস্তান ম্যাচ) পেয়েছে, তা তাদের মেনে নিতেই হবে। কিন্তু তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

ভারতীয় সাবেক এই তারকা আরও বলেন, ‘তারা একটি পেশাদার দল এবং তারা এটাই ভাববে যে অবশেষে তাদের ভক্তদের খুশি করতে হবে। বিশেষ করে যদি ভারতের বিরুদ্ধে জয় পায়, তাহলে তো এর চেয়ে বড় আনন্দ তাদের জন্য আর কিছু হবে না।’

তিনি আরও বলেন, ‘বোলিং কম্বিনেশন যেমনই রাখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ফাস্ট বোলারদের। বিশেষ করে শুরুতে কারণ যদি আপনারা গিল এবং অভিষেকের বিরুদ্ধে রক্ষণাত্মক বোলিং করেন, বিশেষ করে প্রথম দুটি ওভারে, তাহলে নিশ্চিত থাকুন যে আপনারা প্রথম ছয় ওভারে ন্যূনতম ৭০ থেকে ৮০ রান খাবেন’

বরুণ অ্যারনের মতে, শুরুতেই সাহসী বোলিং করলে ভারতকে চাপে ফেলা সম্ভব, আর সেটাই বাংলাদেশের জন্য হতে পারে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ।

Lading . . .