Advertisement

ত্বকের ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক

নয়াদিগন্ত

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

মাইকেল ক্লার্ক |সংগৃহীত
মাইকেল ক্লার্ক |সংগৃহীত

অনেক দিন ধরেই ত্বকের ক্যানসারে ভুগছেন মাইকেল ক্লার্ক। নিয়মিত চলছে চিকিৎসা, অস্ত্রোপচার করিয়েছেন বেশ কয়েকবার। সর্বশেষ সোমবার আরো একবার অস্ত্রোপচারের টেবিলে শুতে হয়েছে তাকে।

ইনস্টাগ্রামে তার নতুন করে নাক অস্ত্রোপচারের ছবিসহ ফটো দিয়ে সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন ক্লার্ক। দিয়েছেন পরামর্শও।

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার সত্যিই আছে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।

ক্যানসার নিয়ে সকলকে সতর্ক করে ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’

ক্যানসারের সাথে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। ২০০৬ সালে তার প্রথম এই রোগ ধরা পড়ে তার পর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে।

২০১৯ সালে আবারো আক্রান্ত হন। এরপর ২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়। আর গত বছর ক্লার্কে বুকেও অস্ত্রোপচার হয়।

ত্বকের ক্যানসার সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি বা ট্যানিং বেডের কারণে হয়। অস্ট্রেলিয়ায় এটি সবচেয়ে বেশি দেখা যায়। যেখানে অন্তত ২ জনের ১ জন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিতে থাকেন।

আরও পড়ুন

Lading . . .