Advertisement

ভারতের বিপক্ষে মোস্তাফিজকে বিশ্রামে রাখার

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের বিপক্ষে মোস্তাফিজকে বিশ্রামে রাখার
ভারতের বিপক্ষে মোস্তাফিজকে বিশ্রামে রাখার

এশিয়া কাপে টানা ম্যাচের চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আজ ২৪ সেপ্টেম্বর দুবাইতে ভারতের বিপক্ষে খেলেই পরদিন পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের।

এমন পরিস্থিতিতে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’র কথা মাথায় রেখে মোস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

শোয়েব মনে করেন, সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ায় একদিন পরপর ম্যাচ খেলা খুবই কঠিন। তাই দলের সেরা খেলোয়াড়দের সতেজ রাখা জরুরি। তিনি বলেন, ‘মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত, বিশেষ করে মোস্তাফিজকে। পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলে ওরা খুব ক্লান্ত হয়ে পড়বে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কিছুটা হলেও জয়ের সুযোগ আছে। ’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খানও মনে করেন, ভারতের বিপক্ষে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ওরা তিন পেসার খেলাবে কি না—এটা বড় সিদ্ধান্ত। কারণ পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। আজ হারলে কালকের ম্যাচটাই হয়ে যাবে সেমিফাইনাল। ’

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক মনে করেন, সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তার ভাষায়, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সবসময় কঠিন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এখন দেখার বিষয়, ভারতের বিপক্ষে তারা কেমন খেলে। ’

অন্যদিকে, শোয়েব মালিক মনে করেন উইকেটের অবস্থাই নির্ধারণ করবে বাংলাদেশের লড়াই কতটা জমবে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছে বাংলাদেশ। যদি উইকেট ভালো হয়, তবে অবশ্যই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু স্পিনবান্ধব স্লো পিচ হলে কাজটা কঠিন হবে। ’

এফবি/এমএইচএম

আরও পড়ুন

Lading . . .