Advertisement

বিরাট দায়িত্ব কাঁধে নিয়ে রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

মোস্তাফিজুর রহমান চলতি এশিয়া কাপে বাংলাদেশের বড় এক ভরসার নাম হয়ে দাঁড়িয়েছেন। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে বনে গেছেন বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রধান কুশীলব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। এবার তার কাঁধে বড় দায়িত্ব, এবার তার দলের প্রতিপক্ষ যে ভারত! তার সামনে আজও আছে এক বিশাল রেকর্ড। তবে তার চেয়ে মোস্তাফিজের সামনে দায়িত্বটার বিশালতাই বেশি।

হংকং ম্যাচে কিপটে বোলিং করলেও উইকেট পাননি মোস্তাফিজ। তবে তিনি উইকেটের খাতায় নাম লিখিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের সে ম্যাচে অবশ্য হারতে হয়েছিল বাংলাদেশকে।

তবে মোস্তাফিজের রুদ্ররূপের দেখা মিলেছে পরের দুই ম্যাচে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি রান দিয়েছেন দুই অঙ্কের ঘরে। এরপর তিনি তুলে নিয়েছেন তিনটি করে উইকেটও। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট তুলে নিয়ে মোস্তাফিজ চলে এসেছেন এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষ তিনেও।

মোস্তাফিজ এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন ১৪২ উইকেট নিয়ে। ৪ ম্যাচে ৭ উইকেট তাকে নিয়ে এসেছে ১৪৯ উইকেটে। আর তাতেই তিনি সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন সর্বোচ্চ উইকেট শিকারী যৌথভাবে এই দুজন।

তবে আজ সে রেকর্ডটা একান্তই নিজের করে নেওয়ার হাতছানি তার সামনে। সেটা করে ফেলতে পারলে একটা মাইলফলকও ছুঁয়ে ফেলবেন। ১৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বাংলাদেশি বোলার বনে যাবেন তিনি।

এই মাইলফলক ছোঁয়া নয়, আজ মোস্তাফিজের কাঁধে বিশাল এক দায়িত্ব বর্তাবে। প্রতিপক্ষ ভারত, যাদের দ্রুত রান তোলার স্বভাব সর্বজনবিদিত। এই দলের বিপক্ষে সবশেষ তিনটি লড়াই ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। গেল বছর ভারতের মাটিতে এই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

শেষ ম্যাচে হায়দরাবাদে ভারত করেছিল ২৯৭ রান, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এত রান কখনো হজম করতে হয়নি। সেটা আবার ১০ মাসের জন্য বিশ্বরেকর্ডও ছিল, দুই টেস্ট খেলুড়ে দলের টি-টোয়েন্টি লড়াইয়ে এত রান যে আর কখনো হয়নি! চলতি মাসে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রান করে সে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছিল বাংলাদেশকে। ভারতের এই রানের পাগলা ঘোড়াকে লাগাম পরানোর মূল দায়িত্ব আজ বর্তাবে মোস্তাফিজের কাঁধে।

তবে এই ভারতের বিপক্ষে ইতিহাস মোটেও সমৃদ্ধ নয় তার। ভারতের মাটিতে নিয়মিত আইপিএল খেলার কারণেই হয়তো, ভারত তাকে পড়তে পারে হাতের উল্টোপিঠের মতো। পরিসংখ্যান তাই বলছে। নিদেনপক্ষে দশ ম্যাচ খেলেছেন, এমন দলের মধ্যে ভারতের বিপক্ষেই সবচেয়ে নির্বিষ থাকতে হয়েছে মোস্তাফিজকে। ওভারপ্রতি ৯.৪৩ করে রান দিয়েছেন, যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে তার ৩৬.৫ স্ট্রাইক রেট আর ৫৭.৩৭ গড়কেও যদি ধর্তব্যে আনা হয়, তাহলে দেখা যায় এই ভারতের বিপক্ষেই সবচেয়ে বাজে পারফর্ম করেন তিনি।

ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে সে ইতিহাসটাকে উলটে দিতে হবে মোস্তাফিজকে। সঙ্গে সূর্যকুমার যাদবের দলকে চড়ে বসতে না দেওয়ার গুরুদায়িত্ব তো আছেই! ইতিহাসের সামনে দাঁড়ানো মোস্তাফিজের সামনে তাই আজ বড় চ্যালেঞ্জই এসে দাঁড়িয়েছে।

Lading . . .