Advertisement

শেষ বলে ছক্কা মেরে ম্যাগুয়েরের বিশ্ব রেকর্ড

নয়াদিগন্ত

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ম্যাচের দৃশ্য |সংগৃহীত
ম্যাচের দৃশ্য |সংগৃহীত

শেষ বলে ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ডান-হাতি পেসার জেন ম্যাগুয়ের।

গতরাতে ডাবলিনে নারীদের দ্বিপক্ষীয় সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ম্যাচের শেষ বলে ৪ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। ইনিংসের শেষ বল খেলতে এ সময় ক্রিজে ছিলেন ম্যাগুয়ের। ম্যাচের শেষ বল ও নিজের প্রথম বলে ছক্কা মেরে আইরিশদের ৪ উইকেটে জয় নিশ্চিতের পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার (পুরুষ-নারী) হিসেবে ম্যাচের শেষ ও নিজের মুখোমুখি প্রথম বলেই ছক্কা মেরে দলকে জেতালে ম্যাগুয়ের। এর আগে অনেক ব্যাটাররাই শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন। কিন্তু সকলেই দুইয়ের অধিক বল খেলেছিলেন।

এ ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের স্বাদ দেয়া প্রথম ক্রিকেটার হলেন ম্যাগুয়ের।

ম্যাগুয়ের রেকর্ড গড়া ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে আয়ারল্যান্ড। ৪ উইকেটের জয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে আইরিশ নারীরা।

Lading . . .