Advertisement

মুজিব-নাজিবকে ছাড়াই এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা |সংগৃহীত
আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা |সংগৃহীত

সেপ্টেম্বরে শুরুতেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই লড়াই সামনে রেখে প্রস্তুত হচ্ছে দলগুলো। শিরোপা জয়ের লক্ষ্যে গঠন করছে শক্তিশালী দল। ব্যতিক্রম নয় আফগানিস্তানও।

আসর মাঠে গড়ানোর মাস খানেক আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্যের এই দল ঘোষণা করে আফগান ক্রিকেট বোর্ড। যেখানে নেই মুজিবুর রহমান।

২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন মুজিব। এরপর আর ফেরা হয়নি দলে। এবার ২২ সদস্যের দলেও জায়গা হলো না তার। তার মতো দলে নেই নাজিবউল্লাহ জাদরানও।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংয়ের সাথে গ্রুপ বি-তে আছে আফগানরা।

অবশ্য এশিয়া কাপের আগে ২২ সদস্যের এই দল নিয়েই পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। যার অধিনায়ক হিসেবে থাকছেন রশিদ খান।

আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Lading . . .