অ-১৫’র ছেলেদের সাথে খেলানোর উদ্যোগ নিয়ে যা বললেন সুপ্তা
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ে নামবে দল। তার আগে অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচের একটা ঘাটতি নিয়েই মাঠে নামতে হবে নিগার সুলতানা জ্যোতিদের দলকে।
নিগাররা নিজেদের শেষ ম্যাচটা খেলেছিলেন সেই এপ্রিলে। পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৭ উইকেটের সে হারের পর থেকে আর মাঠে নামেনি বাংলাদেশ। এরপর সোজা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামবে দলটা।
প্রায় ৫ মাস পর মাঠে নামতে হবে দলকে। মাঝে একটা ম্যাচও নেই বড় কোনো দলের বিপক্ষে। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে বেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এই সময় চেষ্টা করেছিল সিরিজ আয়োজনের। তবে শেষমেশ সে চেষ্টা আলোর মুখ দেখেনি। সে ঘাটতি পুষিয়ে দিতে বিসিবি শেষমেশ আয়োজন করে উইমেন্স চ্যালেঞ্জ কাপ। সেখানে নিয়ে আসে ছেলেদের অ-১৫ দলকে। বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন নারী দলের অভিজ্ঞ ব্যাটার শারমীন সুপ্তা।
সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘ক্রিকেট তো জীবনের মতোই। আপনি ভুল করবেন, প্রতিদিন সেসব থেকে শিখবেন। প্রস্তুতির হিসেব করলে বিসিবি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সেরা চেষ্টাটাই করেছে। তবে আমাদের এফটিপিতে ফাঁকা জায়গা ছিল বলে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা আর সম্ভব হয়নি। কারণ সব বড় দলই খেলার মধ্যে ছিল।’
অ-১৫ ছেলেদের বিপক্ষে বেশিরভাগ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি নারীদের কোনো দল। এরপরও এই উদ্যোগকে বেশ প্রশংসায় ভাসালেন তিনি। বললেন, ‘আমি মনে করি বিসিবির উইমেন্স চ্যালেঞ্জ কাপে অ-১৫ ছেলেদের দলকে যোগ করাটা বেশ ভালো একটা উদ্যোগ ছিল। তারা এই আসরে বেশ ভালো খেলেছে। আমরা এখানে বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি। আমরা সিলেট বিভাগের অ-১৭ দলের সঙ্গেও খেলেছি এই সিরিজের আগে।’
সঙ্গে কোচিং স্টাফদের চেষ্টারও তারিফ করেছেন তিনি। বলেছেন, ‘এসব তো আছেই। সঙ্গে কোচিং স্টাফরাও আমাদের সঙ্গে বেশ পরিশ্রম করেছে নেট সেশনগুলোতে।’
আরও পড়ুন