Advertisement

স্টাম্প মাইক্রোফোনে কথা ধরা পড়ল, শেষে শাস্তি জাম্পার

চ্যানেল আই

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

অ্যাডাম জাম্পা
অ্যাডাম জাম্পা

হেরে যাওয়া ম্যাচে আরও একটি দুঃসংবাদ পেলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। ম্যাচ চলাকালীন অখেলোয়াড়ি আচরণের শাস্তি পেলেন। ভুল করে আইসিসির চোখ এড়াতে পারেননি জাম্পা।

গত মঙ্গলবার ওয়ানডেতে অজিরা টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল সাউথ আফ্রিকাকে। ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ করে প্রোটিয়ারা, জবাবে ৪০.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে স্বাগতিক দল। ৯৮ রানের বড় জয়ে মাঠ ছাড়ে টেম্বা বাভুমার দল। বোলিংয়ের সময় অখেলোয়াড়ি ভাষা ব্যবহারের কারণ অজি লেগ স্পিনার জাম্পা।

৩৩ বর্ষী জাম্পাকে আইসিসির আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যেটি আন্তর্জাতিক ম্যাচে শ্রবণঅযোগ্য অখেলোয়াড়ি ভাষার সম্পর্কিত ধারায় পড়ে। শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে জাম্পার নামে। সর্বনিম্ন শাস্তি হিসেবে একটি ডিমেরিট অথবা ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয় এই ধারায়। জাম্পা অপরাধ স্বীকার করে নেয়ায় শুনানির দরকার পড়েনি।

সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের ৩৭তম ওভারের ঘটনা। নিজের বোলিংয়ের সময় ভুল ফিল্ডিংয়ের কারণে অখেলোয়াড়ি ভাষা ব্যবহার করেন জাম্পা, যেটি স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে প্রোটিয়া দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রুবার।

Lading . . .